বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

জামালপুরের মাদারগঞ্জ সেপটিক ট্যাংকের ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৩ জুলাই বুধবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী বের করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২২ জুলাই, মঙ্গলবার বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া কালুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকার জোনাব মণ্ডলের ছেলে জদু মিয়া (৫০) ও একই এলাকার সরুজ মণ্ডলের ছেলে মোশারফ হোসেন (৩৫)। তারা দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা ও পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া মধ্যপাড়া জামে মসজিদের একটি সেপটিক ট্যাংক কয়েক সপ্তাহ আগে নির্মাণ করা হয়। ২২ জুলাই, বিকালে জদু মিয়া ও মোশারফ সেপটিক ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ খুলতে ভিতরে নামেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা নিস্তেজ হয়ে গুরুতর অসুস্থা হয়ে পড়েন।

 

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সালেহীন মাহাদী জানান ২২ জুলাই বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় জদু মিয়া ও মোশারফকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান ২২ জুলাই বিকাল ৪টা ২৪ মিনিটে খবর আসে জাঙ্গালিয়া কালুর মোড় এলাকায় দু’জন সেপটিক ট্যাংকে আটকা পড়েছেন। পরে ৪টা ৩৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক ভেঙে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণেই তারা মারা গেছেন।

 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, সেপটিক ট্যাংকে ভেতর থেকে নির্মাণসামগ্রী বের করার সময় জদু মিয়া ও মোশারফ আটকা পরেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহের সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ