অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার সন্ধ্যায় মাদারিপুর জেলার সদর উপজেলার দুধখালি ইউনিয়নের মিঠাপুর মাদ্রাসা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় এক মাদ্রাসাছাত্রীর রহ স্যজনক মৃ *ত্যু হয়েছে।
বিষয়টি স্বাভাবিক মৃ ত্যু বলে হাসপাতাল থেকে ময়না তদন্ত ছাড়াই গেটের তালা ভে* ঙ্গে* লা *শ *নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্বজনরা।
পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নি *হত *তানহা আক্তার (১০) মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মিঠাপুর এলাকার সামির সরদার সানি’র মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির ভেতর স্থানীয় একটি মাদ্রাসার “শিক্ষক মাওলানা মোহাম্মদ ইমরানের ” কাছে প্রাইভেট পড়ছিল ১০ বছর বয়সী শিশু তানহা।
এ সময় হঠাৎ তার পা’য়ে বিড়ালে কামড় দিয়েছে বলে পরিবারের লোকজনের ধারণা করে। মুহুর্তেই পা থেকে র ক্তপাত শুরু হলে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী।
গুরুত* র *অবস্থায় মেয়েটিকে নিয়ে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে।
পরীক্ষানিরীক্ষা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃ* ত ঘোষণা করেন।
মেয়েটির মৃ*ত্যু*র * সংবাদ শুনে তার পরিবারের লোকজন চিকিৎসকে জানায় মেয়েটিকে সা* পে *কামড় দিয়েছে বলে জানান পরিবারের লোক জন।
বিষয়টি সন্দেহ হলে মাদারীপুর সদর থানার পুলিশকে সঙ্গে সঙ্গে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে নি*হ*তের লা শ *সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা শুরু করলে শুরু হয় উত্তেজনা।
একপর্যায়ে নি*হ*তে*র *স্বজনরা হাসপাতালে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে মেয়েটির লা *শ *বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরিবেশ খারাপ হলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লা শ ২৫০ শয্যা মাদারীপুর জেলা হাসপাতালের ম* র্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ও হাসপাতালের ডাক্তার।