কুড়িগ্রামের রাজিবপুরে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের চর রাজিবপুর কারিগরপাড়া গ্রামে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৬ সেপ্টেম্বর, পবিত্র ১২ রবিউল আউয়াল শনিবার সকালে রাজিবপুর ঈদ ই মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেমে দ্বীন মৌলানা মো. আব্দুল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মো. নুর উদ্দিন এবং মৌলভী আমিনুল ইসলাম। এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর দয়া, শান্তি, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের দিকগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শ আজও আমাদের জন্য দিশারী। বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সবাই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মোনাজাত করেন।
উল্লেখ্য, দিনব্যাপী বিভিন্ন স্থানে ঈদ ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।