৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় মটরের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক নৌ বাহিনী সদস্য বদিউজ্জামান (৫২) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর এলাকার টিকরকান্দি গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি টিকরকান্দি গ্রামের মৃত শমসের বেপারীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নিজ বাড়িতে মটরের নতুন সংযোগ নেয়ার জন্য কাজ করছিলেন বদিউজ্জামান। হঠাৎ বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এই ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।