বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার মালিকাধীন এফবি আবদুল্লাহ তুফান নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হলেও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে তীর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মঙ্গলবার দুপুরে ট্রলার ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি জানান, ‘এফবি আবদুল্লাহ তুফান’ নামের ট্রলারটি সগির কোম্পানির মালিকানাধীন। ট্রলারটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
এফবি আবদুল্লাহ তুফান ট্রলারের মালিক মো. সগির হোসেন জানান, ট্রলারের জেলেরা মাছ ধরার জন্য সাগরে জাল ফেলে অপেক্ষা করছিলেন। ঠিক রাত আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে হঠাৎ ডুবে যায় ট্রলারটি। মুহূর্তের মধ্যে ট্রলারে থাকা জেলেরা লাফিয়ে পানিতে পড়ে যায়।পরে ভাসতে থাকা অবস্থায় মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গভীর সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।