৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার জামালপুর জেলার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুর এর উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ” হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের উপর” আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০.৩০ টায় জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুর আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ” হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের উপর” আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এস, এম, তরিকুল ইসলাম বিপিএএ,
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, জামালপুর প্রেস ক্লাব এর সভাপতি এম.এ জলিল। অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কামালখান হাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আখতারুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব এর একান্ত সচিব (উপ-সচিব) মো: কামরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর এর উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো: মাজহারুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন এবং তাঁর আর্দশ সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ ও লালন করার জন্য সকলের প্রতি আহবান জানান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর মডেল মসজিদের পেশ ইমাম মোঃ ওমর ফারুক।
এ ক্যাটাগরির আরো নিউজ...