৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর *Thoughts Of Billal*। তাঁর আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল প্রচণ্ড উচ্ছ্বাস।
অতিরিক্ত ভিড়ের কারণে তিনি কিছুটা বিরক্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত রাগ করে স্থান ত্যাগ করেন তিনি। অনেক ভক্তবৃন্দ তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন, আবার অনেকে আফসোস করেছেন কাছ থেকে কথা বলতে পারেননি তার জন্য।
*Thoughts Of Billal* এর এই সফরকে কেন্দ্র করে মহাস্থানগড়কে ঘিরে মানুষের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে, তবে পরবর্তীতে যেন ভিড় একটু নিয়ন্ত্রিত থাকে, সেই প্রত্যাশা করেছে সকল দর্শনার্থীদের।