৫ সেপ্টেম্বর শুক্রবার শেরপুর জেলার শ্রীবরদী ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে একাধিক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা হচ্ছিল ভারতীয় পণ্য। অভিযানে ৫৪ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেড, ১২০ কেজি জিরা, ১ হাজার ৫৫০ পিস সুপারি, ৭ বোতল মদ ও ৫টি ভারতীয় গরু আটক করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।