বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধিঃ ৩ সেপ্টেম্বর বুধবার শেরপুরের শ্রীবরদী পৌর শহরে ফাজিসিয়ান স্যাম্পল দোকানে রাখা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৩ ফার্মেসি মালিক কে জরিমানা প্রদান করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের একটি টিম।
এসময় আকতার মেডিকেল হলকে ৬ হাজার টাকা, সুদীপ মেডিকেল হলকে ৪ হাজার টাকা ও সাঈদ মেডিকেল হলকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা প্রদান করেন শেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো আরিফুল ইসলাম।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান সহ শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।