উপকূলে সাইক্লোন শেল্টার মেরামত প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে স্টার্ট ফান্ডের সহযোগিতায় এনএসএস’র উদ্যোগে সাইক্লোন রেডিনেন্স ফর কমিউনিটি পিপারনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মুনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মহসীন হোসাইন,
সিপিপির প্রতিনিধি সগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, উপজেলা পাবিলক পলিসি ফোরামের সভাপতি শফিকুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খলিলুর রহমান শাহিন, কাকচিড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরোয়ারুল আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন। এছাড়াও বক্তৃতা করেন শিক্ষক আবু বকর।
সভা সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর নিশাত শিমু ও প্রকল্প উপস্থাপন করেন সিআরসিপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো:মনিরুজ্জামান।
সভায় জনপ্রতিনিধি, সিপিপি উপজেলা ও ইউনিয়ন টিম লিডার, শিক্ষক ইয়ুথ ভলান্টিয়ারসহ ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলার কালমেঘা ও কাকচিড়া ইউনিয়নের সাইক্লোন শেল্টার মেরামত, সংযোগ সড়ক মেরামত, বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মেরামতের কাজ করা হবে।