একটু ভালো জীবনের আশায় বাড়ি ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের মো. রিমন।
গতকাল রাতে সৌদি আরবের জিজান-সেহি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় থেমে গেলো রিমনের জীবনের চাকা।
নিহত মো. রিমন উত্তর কাকচিড়া গ্রামের ৩নং ওয়ার্ডের পেয়াদা বাড়ির মো. হিরু পেয়াদার বড় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টার দিকে জিজান-সেহি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন রিমন।
রিমন সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।