৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে শেরপুরে আগত ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের ২ সপ্তাহব্যাপী জেলা সংযুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ওইসময় তিনি প্রশিক্ষণার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এ সংযুক্তি কার্যক্রমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ১০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। তারা আগামী ২ সপ্তাহব্যাপী শেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক প্রক্রিয়া ও জনসেবামূলক উদ্যোগসমূহ প্রত্যক্ষভাবে অবলোকন করবেন। এ প্রশিক্ষণ তাদের নেতৃত্বগুণ, দক্ষতা ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতাকে আরও সমৃদ্ধ করবে।