কারিতাস বাংলাদেশ, বরিশাল অঞ্চল, উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুকি মোকাবেলায় জনগনের সক্ষমতা বৃদ্ধির লক্ষে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার, গলাচিপা উপাজেলার অন্তর্গত চরকাজল ইউনিয়নে ২০২৪ সালের জানুয়ারী মাস হতে প্রাইস প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
চরকাজলের কৃষকদের সকল ধরনের কৃষি সরংজামের সহজলভ্য বাজার সম্প্রসারনের উদ্দেশ্যে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে গত পহেলা সেপ্টেম্বর ২০২৫ তারিখে “লিংকেজ মিটিং এবং রিলেভেন্ট স্টেকহোল্ডার” শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা আরজু আক্তার এবং সভাপতিত্ব করেন প্রাইস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পশু সম্পদ কর্মকর্তা জনাব সজল দাশ।
পাশাপাশি উপস্থিত ছিলেন মেটাল সীড লিঃ, ব্রাক এগ্রো লিঃ, এগ্রোসেল লিঃ, ইস্পাহানী এগ্রো লিঃ এবং এ সি আই এগ্রোভেট লিঃ এর বরিশাল বিভাগীয় প্রতিনিধিগণ, চরজকাজল ইউনিয়নের ২ জন পরিবেশক ও কৃষক গন।
উক্ত আলোচনা সভা পরিচালনা করেন মো মারুফ হোসেন ( জিবিকায়ন ও বাজার ব্যবস্থাপনা কর্মকর্তা – প্রাইস প্রকল্প)
উক্ত আলোচনা সভায় সকল স্টেকহোল্ডার গন চরকাজলের সাধারন কৃষকগণের ও কৃষির সার্বিক উন্নয়নে সকল ধরনের জলবায়ু সহিষ্ণু কৃষি পন্য ও সুবিধা সরবরাহ করার আশ্বাস প্রদান করা হয় । এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রাইস প্রকল্পের কার্যক্রম এর সাথে সমন্নয় করে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।