নিহত যুবদল কর্মী সোহাগের পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক ৩ বারের সাংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
মিটফোর্ড এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায়, বিএনপি ও যুবদলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পাথর নিক্ষেপে প্রাণ হারান ব্যবসায়ী সোহাগ। ১৩ জুলাই বিকাল ৪টায় নিহত সোহাগের গ্রামের বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে।
পরিবারের সার্বিক দিক দেখাশুনা করবেন বলে কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন নিহত সোহাগের স্ত্রী লাকি, ছেলে সোহান, বোন মঞ্জুরা ও ভাই মন্টু মিয়া আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলা বিএনপির অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আর্থিক অনুদান প্রদান উপলক্ষে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।