৮ জুলাই জামালপুর জেলার দেওয়ানগঞ্জে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকার পাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বিকালে দেওয়ানগঞ্জ-রৌমারি সড়কের ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকার পাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে সাত বছর বয়সী হাবিবা আক্তার নিহত হন।
নিহত হাবিবা স্থানীয় বাঘারচর সরকার পাড়া গ্রামের হামিদুল হকের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
জনগন গাড়ী আটক করে।