৭ জুলাই সোমবার দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় গাইবান্ধা ইউনিয়নে কড়াইতলা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ জুলাই দুপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামের জমি নিয়ে জবেদ আলী মেম্বার ও একই গ্রামের শাহাজল সরদারের চলাচলের রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শাহাজল সরদারের পক্ষের কড়ি সরদারের ছেলে বিসু, দুলাল সর্দার, মিজের উদ্দিনের মেয়ে মাজেদা এবং জবেদ আলীর পক্ষের জবেদ আলী,
সুরুজ সরদারের ছেলে আব্বাস আলী সরদার, আলিমুদ্দিনের মেয়ে সুফিয়া আক্তার ও আফসার আলীর ছেলে সুরুজ সরদার গুরুতর আহত হন। তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও জামালপুরের ইসলামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় এলাকায় দু’পক্ষের মধ্যে বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে।