বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় অদ্য ০২ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার শিবচর থানায় সংক্ষিপ্ত পরিদর্শন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় পৌঁছালে জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, মাদারীপুর মহোদয় তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। পরে শিবচর থানার অফিসার ইনচার্জ জনাব রতন সেখ, পিপিএম এর নেতৃত্বে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে (JB) JAJ BHUIYAN GROUP এর সৌজন্যের একটি গাড়ী শিবচর থানাকে উপহার হিসেবে তিনি তুলে দেন।
এরপরে তিনি থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রাখা, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ করার জন্য নির্দেশ দেন। এছাড়াও থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে ডিআইজি মহোদয় বলেন, মাদক ও সন্ত্রাস বন্ধে পুলিশ ও সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। মাদক নির্মূলে পুলিশ প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে।