সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা!

কুয়াকাটায় অতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী

সংবাদটি শেয়ার করুন....

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে মো. সাজিদুল ইসলাম (১৭) নামে এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা এবং ঢাকায় একটি খাবার হোটেলে ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) সাজিদুল তার বন্ধু হাবিবকে সঙ্গে নিয়ে কুয়াকাটায় আসেন এবং হোটেল স্কাই ভিউয়ের ৪০৮ নম্বর কক্ষে ওঠেন। ওই রাতেই অতিরিক্ত মদ্যপান করেন সাজিদুল। পরদিন সকালে তিনি তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ২৯ জুন সকালে তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু হাবিব তাকে সেখানে না নিয়ে আবারও হোটেলে ফিরিয়ে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে সকাল ১১টার দিকে তাকে পুনরায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা মৃত সাজিদুলের বন্ধু হাবিবের দায়িত্বহীন আচরণ ও অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে হাবিব বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর সাজিদুল বলেছিল সে মোটামুটি ভালো আছে এবং ঘুমালে ঠিক হয়ে যাবে। তাই হোটেলে ফিরিয়ে নিয়েছিলাম।’

কুয়াকাটা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসক মো. রিয়াজ হোসেন বলেন, ‘সকালে সাজিদুলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হলেও হোটেলে ফিরিয়ে নেওয়া হয়। পরে ফের হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ