সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা!

বেতাগী উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মাননা পুরস্কার বিতরণ – জুন ২০২৫

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

প্রযুক্তি ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিতে ৩৫ জন প্রকৌশলীকে সম্মাননা, আজীবন সদস্য হয়েছেন ৫ জন

বেতাগী, বরগুনা | জুন ২০২৫:
প্রযুক্তির আধুনিক ছোঁয়া এবং কারিগরি শিক্ষার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করায় বেতাগী উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে “সামাজিক সম্মাননা পুরস্কার” এবং প্রথম কাউন্সিল অধিবেশন।

২০০৮ সালে যাত্রা শুরু করা অরাজনৈতিক এই প্রকৌশলী সংগঠনটি গঠিত হয় ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে। এই সংগঠনে রয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী, যাঁরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবেও পরিচিত।

এই আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার-কে সামাজিক অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

পাশাপাশি কারিগরি পেশায় নিষ্ঠা ও সমাজে অবদানের জন্য অ্যাসোসিয়েশনের ৩৪ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত সদস্যদের নাম (৩৪ জন):

মাসুদ পারভেজ, মোঃ মামুনুর রশীদ, এইচ এম অভি, মামুন সিকদার, আল আমিন মল্লিক, সুজন হাওলাদার, শাওন মৃধা, রবিউল ইসলাম, আল ইমন হোসেন, আমিদ হাসান, শাহাদাত হোসেন, শোহেল রানা, তানভীর হোসেন সাব্বির, এনামুল হক নবীন, রবীন্দ্রনাথ সিং, লিমন হোসেন, মাসুম বিল্লাহ, শাইদুল ইসলাম, কিবরিয়া, অন্তু খলিফা, আশরাফুল আরেফিন অপু, ইমরান খান, আবুল হোসেন সুজন গাজী, রেজাউন হোসেন শোভন, মুসফিকুর রহমান ফারহান, রোবেল, জুবায়ের ইসলাম হৃদয়,
রাফি সিকদার, আবুল বাশার, সৈয়দ মশিউর রহমান, মেহরাব হোসেন অপি, শিফাত জাহান মুনিয়া, শাহজাদা হাওলাদার, সৈয়দ জুল আরশিল।

আজীবন সদস্য হিসেবে নিবন্ধিত (৫ জন):

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ আদিল, আলিমুন হাসান, মো. শামীম সিকদার, সৈয়দ নূর-ই আলম শোভন, জামান সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী সৈয়দ নূর-ই আলম শোভন, এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী আদিল সাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন –
প্রকৌশলী আলিমুন হাসান (ব্র্যাক আইটি),
প্রকৌশলী শামীম সিকদার (ডেসকো ফাউন্ডেশন),
প্রকৌশলী শাওন মৃধা (বাংলাদেশ বিমান বাহিনী),
প্রকৌশলী মামুনুর রশীদ সহ আরও অনেকে।

এই সম্মাননা অনুষ্ঠানটি বেতাগী উপজেলার প্রকৌশল সমাজের জন্য একটি অনন্য ইতিহাস হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন সকলে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ