১১ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলায় অফিসের সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম জজ মিয়া (২২)। তিনি নিলাখিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিস সহায়ক।
জানা গেছে, জজ মিয়া ১০ আগস্ট, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়ে নতুন সাইনবোর্ড টানাতে দোতলার বেলকনিতে উঠেন । এ সময় সাইনবোর্ডটি টানাতে গিয়ে হঠাৎ তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
গুরুতর আহত অবস্থায় জজ মিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।