সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে সাইবার ক্রাইম মামলায় সুজিত মল্লিক (৩২) গ্রেফতার। মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

দেওয়ানগঞ্জে শিক্ষকের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার মোল্লাহ পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের সম্পদ জোর করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। দেওয়ানগঞ্জ  উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে,  অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান দেওয়ানগঞ্জ  উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার গ্রামের  বাসিন্দা।
তিনি ছিলেন সানন্দবাড়ী বাজার বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কয়েক বছর আগে চাকুরী থেকে অবসরে যান তিনি। বয়সের ভারে ন্যুব্জ এ শিক্ষক ভূগছেন বাধর্ক্যজনিত নানা রোগে। আর এ সুযোগেই তার পৈত্রিক সূত্রে পাওয়া ও নিজের কেনা সম্পত্তিতে নজর পরেছে স্থানীয় প্রভাবশালী এক চক্রের। প্রতিবাদ করার মতো অবস্থা না থাকায় নিত্যদিনই তার জমি বেদখল করার হুমকি দিচ্ছেন স্থানীয়  প্রভাবশালীদের সহায়তায় তারই কিছু আত্মীয়। এমনটাই অভিযোগ অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের।
ভুক্তভোগী শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমার সন্তাননেরা ব্যাসার সুবাদে এলাকার বাইরে থাকেন, আমি অধিকাংশ সময় অসুস্থতায় ভূগি। আমাকে অসহায় পেয়ে আমার কতিপয় আত্নীয় নুরনবী, মাহাবুব, শাহজাহান, ইউনুছ মোল্লা গং আমার পৈতৃক সূত্রে পাওয়া ও নিজের কেনা সম্পত্তি জবর দখল করার পায়তারা করছে, তারা আমার ক্ষেতের ফসল জোরপূর্বক কেটে নিচ্ছে, আমার পুকুরের মাছ ধরে নিয়ে যাচ্ছে। কিছু বলতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও তারা ক্ষান্ত হয়নি, উপরন্তু তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এখন তারা আমার জমি দখল করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি প্রসানের দ্রুত হস্তক্ষেপ চাই।
শিক্ষক হাবিবুর রহমানের স্ত্রী মাহাবুবা বেগম জানান, তাদের অন্যায়ের প্রতিবাদ করলে তারা আমাকে ও আমার সন্তানদের ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে। শাজাহান মোল্লা আমার স্বামী কাছে জমি বিক্রি করে টাকা নিয়েছে কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও তিনি জমি রেজিষ্ট্রি করে দিচ্ছেন না। বলতে গেলে আমার স্বামীর অন্য সম্পত্তিও তারা দখল করবে বলে হুমকি দিচ্ছে। স্থানীয়ভাবে বিভিন্ন সময় সালিশ দরবার হলেও তারা সালিশের রায় মানছেন না। এমতাবস্থায় আমরা পরিবার পরিজন নিয়ে খুব শংকায় দিন কাটাচ্ছি।
হাবিবুর রহমানের ছেলে মাসুদ বলেন, ব্যাবসায়িক কাজে আমি ও আমার ভাই এলাকার বাইরে থাকি। বাড়িতে শুধু  আমার বৃদ্ধ  বাবা মা থাকে। নজরুল, ইউনুস গংরা আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাদের সম্পত্তি বেদখল করবে বলে ঘোষণা দিয়েছে। আমরা পরিবার সহ অসহায় অবস্থায় আছি। এমন অবস্থা উত্তোরনে বিভিন্ন জনের দ্বারে ঘুরছি, কিন্তু কোন প্রতিকার পাচ্ছিনা।
এবিষয়ে জানতে অভিযুক্ত নুরনবী, শাহজাহান, ইউনুস মোল্লার মোবাইলে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।
এ বিষয়ে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম  বলেন, হাবিবুর রহমানের সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলার কথা শুনেছি। তবে এ বিষয়ে কোন পক্ষ আমার কাছে আসেনি।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ