শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বগুড়ার মহাস্থানগড়ে আগমন হলো *Thoughts Of Billal*. বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে

শেরপুরে নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদ জব্দ

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১১জুলাই শনিবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ ২৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে র‌্যাব-১৪। ১১ জুলাই, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পে একটি আভিযানিক দল।

 

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ঢাকায় নিয়ে যাচ্ছে এমন তথ্য পায় র‌্যাবের আভিযানিক দল।

 

পরে সেই এলাকায় অভিযানে গেলে মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবের টহল গাড়িটি পিকআপের পেছনে ধাওয়া করে।

 

পরে পশ্চিম চাঁদগাঁও গ্রামের কাঁচা রাস্তার মোফাজ্জাল হোসেনের দোকানের সামনে পিকআপটি রেখে কৌশলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে পিকআপে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়। এই মদের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

 

সংবাদ সম্মেলনে জামালপুর র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার এ টি এম আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ