১১জুলাই শুক্রবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ হওয়া ৭ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বকসিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ১১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে পরিবারের সদস্যদের কাছে তাদের তুলে দেওয়া হয়।
এর আগে ১০ জুলাই বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ধানুয়া কামালপুর সীমান্তের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করার পর বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।বকশীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মনজুরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাদের পরিবারের সদস্যদের হেফাজতে তুলে দেওয়া হয়েছে।
‘পুশ ইন’ হওয়া ব্যক্তিরা জানান, তারা ২০২১ সালে করোনা মহামারির সময়ে ভারতে গিয়েছিলেন এবং সবাই দিল্লিতে থাকতেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীরা জানান, তারা রূপচর্চা কেন্দ্রে কাজ করতেন এবং আটক হওয়া একজন বয়স্ক মহিলা নিজে চায়ের দোকান দিয়েছিলেন। তবে তারা কিভাবে ভারতে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
আটক ব্যক্তিরা হলেন: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পাটমারা গ্রামের মোহাম্মদ বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মোহাম্মদ ইসলাম (২২); ফরিদপুর জেলার মোকসেদপুর উপজেলার বগাইল গ্রামের তাসলিমা (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫); খুলনা জেলার খালিশপুর উপজেলার নূর নগর বিশ্বাসপাড়ার সুমি আক্তার (৩০) ও তার বোন রুমি আক্তার সোহাগী (২০); এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা গ্রামের মায়া বেগম (৩২)।