বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ শেরপুরে নোংরা পরিবেশে খাদ্যে উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১ জুলাই মঙ্গলবার শেরপুর নালিতাবাড়ী উপজেলায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ১ জুলাই দুপুরে গ্রেফতার শহিদুল ইসলামকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাতে বারোমারী বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার ঢালুকোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার দাওধারা ফরেস্ট অফিসের রাস্তার পার্শ্বে জঙ্গলে মাদক বিরোধী বিশেষ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন ব্যক্তি জঙ্গলের ভিতরে মাথায় বস্তা নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নেয় কিন্তু গভীর জঙ্গলে পথ না চেনার কারণে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পরে দাওধারা ফরেস্ট অফিসের পার্শ্বে জঙ্গলে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে পালিয়ে যাওয়া আসামীদের ধরতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারে জড়িত শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। পালিয়ে যাওয়া বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ