শাহনাজ বেগম ( মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি )
মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল সর্বস্তরের জনগণ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের সুরে তাল মিলিয়ে মুন্সিগঞ্জ শহরের কাচারিস্থ জেলা শিল্পকলা একাডেমীর সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ মুন্সীগঞ্জের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার ।
সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এরপর পরই শ্রদ্ধা নিবেদন করেন সরকারী বেসরকারি আধা সরকারী, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময়ই বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন উপস্থিত সর্বস্তরের জনগণ।