জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কৃত করা হয়েছে। ১৮ আগস্ট সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান।
সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া, দেওয়ানগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক আবু হানিফ, সাংবাদিক শামছুল হুদা রতন, মৎস্যজীবী মো. সুরুজ্জামান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন অফিস সহকারী সাদ্দাম হোসেন। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের উপস্থিতিতে প্রামাণ্যচিত্র প্রদর্শন করে উপজেলা মৎস্য দপ্তর।