৩০ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার শেরপুর জেলার নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ বিক্রির অভিযোগে জহিরুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৪০ কেজি ‘পিরানহা’ মাছ জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
আজ রবিবার নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
নকলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমানসহ চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম উপস্থিত ছিলেন।
ইউএনও মো. জাহাঙ্গীর আলম বলেন, পিরানহা একটি ক্ষতিকর বিদেশি মাছ।
এটি দেশের মৎস্য সম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হওয়ায় সরকারের পক্ষ থেকে এর চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।