মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

ডিসেম্বরের প্রথমার্ধে ই আমাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে -নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব:)

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

ফরহাদুজ্জামান, নাটোর প্রতিনিধি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রাপ্ত বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে ধারণ করে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি রাজনৈতিক মাদকের বিষয়। আপনারা জানেন প্রধান উপদেষ্টা বলেছেন সকল সংস্কার প্রস্তাব হওয়ার পরে একটি ঐক্য মত্ত কমিশন গঠন করা হবে এবং সেই কমিশনার প্রধান হবেন প্রধান উপদেষ্টা।

 

সেই কমিশনে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো সামনে আসবে সেগুলো আমাদেরকে দেওয়া হবে এবং সেগুলো নিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে। গতকাল রবিবার বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবঃ) বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে। যারা এতোদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের থেকে সহযোগিতা চাই। আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই।

আজ রোববার (২রা ফেব্রুয়ারি) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারি, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,
মানুষের মধ্যে ভোট ব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিলো পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে নতুন আশা‌ সৃষ্টি হয়েছে। যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাবো।
ভোট ব্যবস্থাপনার সাথে জড়িত প্রত্যেকের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে আমাদের স্ব স্ব ভাবমূর্তি পুনরুদ্ধার করার।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা সকলেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। যদি নির্বাচন বিতর্কিত হয় তবে এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে। তাই আমরা বিশ্বাস করতে চাই সামনে যে নির্বাচন হবে তা হবে মডেল নির্বাচন। এখান থেকেই নতুন ভাবে দেশ বিনির্মাণ হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, জেলা নির্বাচন নজরুল ইসলামসহ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত অনান্যরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ