মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

চরফ্যাশনে যুবদলের সাধারণ সম্পাদক নয়নকে গণসংবর্ধনা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ তমিজউদ্দিন

স্টাফ রিপোর্টার

 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা দিয়েছে ভোলার চরফ্যাশনে উপজেলা বিএনপি।

 

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে চরফ্যাশন সদর রোডে জনসভায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

চরফ্যাসনের কৃতী সন্তান যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনে আসাকে কেন্দ্র করে সোমবার উপজেলা সদর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নানা স্লোগানের ব্যানার ফেস্টুন হাতে দলে দলে মিছিল সভাস্থলে আসে। বিকেল ৩ টার মধ্যে চরফ্যাশনে সদর রোড ও আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ জমায়েত হয়। ফুল ছিটিয়ে ঢোল বাদ্য জানিয়ে নিজেদের সন্তান নয়নকে অভ্যর্থনা জানান এলাকাবাসী।

উপজেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, আবদুর রব, ইয়ারুল আলম লিটন, কবির হেসেন, তরিকুল ইসলাম কয়েদ, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম হোসেন, ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সম্পাদক আবদুল কাদের সেলিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি  রাসেল মাহমুদ, বরিশাল মহানগর যুবদল নেতা মকসুদ হাসান, কাজী মঞ্জুর হোসেন,  খায়ুরুল ইসলাম সোহেল, মমিনুল ইসলাম ভুট্টো, কায়ছার আহাম্মদ কমল প্রমুখ বক্তব্য রাখেন।

সংস্কার প্রসঙ্গ উল্লেখ করে নুরুল ইসলাম নয়ন বলেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলে, কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যান নি ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ এ সংস্কারের কথা বলেছিলেন। শুধু তা নয়, ২০২৩ সালে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছিলেন। আপনারা কোনো নতুন সংস্কারের কথা বলতে পারেন নি। অনেক আগেই তারেক রহমান জাতির সামনে পেশ করেছেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘গত ১৬ বছর তারেক রহমান বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছেন। ১৬ বছর একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যক্রম ছিল না। নির্বাচন কমিশন ছিল ভোটাধিকার ছিল না। আইন আদালত ছিল কোনো ন্যায় বিচার ছিল না।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ