স্টাফ রিপোর্টার
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে একটি সাইকেল র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিয়াকাঠি চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় পায়রা উড়িয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সাইকেল র্যালির উদ্বোধন করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী, স্থানীয় সরকারের উপ পরিচালক ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মুকিত হাসান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।
এসময় জেলা প্রশাসক বলেন, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কে বলতে চাই তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই সময় এসেছে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমাণে তরুণ সমাজকে উদ্যোমী করতে মাঠে নিয়ে আসতে আজকের এ আয়োজন।