মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে মাদারগঞ্জ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক

বরিশালে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

বরিশালের বিএম কলেজ সংলগ্ন সড়কে একটি দ্রুতগতির অটোর ধাক্কায় জান্নাতুল মাওয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুপুর একটার পর থেকেই বিএম কলেজের শিক্ষার্থীরা প্রায় এক কিলোমিটার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা। তার বাবা মো. নিজাম। তারা বরিশালের বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত ও তার এক সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি হলুদ অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

দুপুর একটার পর থেকে শিক্ষার্থীরা নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং প্রতিবাদ স্বরূপ রাস্তায় ক্রিকেট খেলেন। এতে করে স্থানীয় ও দূরবর্তী যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া বলেন, অরক্ষিত সড়ক এবং বেপরোয়া চালকদের কারণে প্রাণ হারাতে হচ্ছে। নিরাপদ সড়ক চাই। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চলবে।
বিক্ষোভকারীরা নিরাপদ সড়কের দাবিতে বেশ কয়েকটি দাবি জানান:

১. চব্বিশ ঘণ্টার মধ্যে অটোচালককে গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
২. কলেজের সামনের ফুটপাতগুলো স্থায়ীভাবে দখলমুক্ত করতে হবে।
৩. কলেজ চলাকালীন সময়ে বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা করতে হবে।
৪. নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত গতিসীমা নির্ধারণ করতে হবে।
৫. স্পিডব্রেকার ও ডিভাইডার নিশ্চিত করতে হবে।
৬. কলেজের সামনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করতে হবে।
৭. রাস্তা ও ক্যাম্পাসকে ১০০ শতাংশ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

সরকারি বিএম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সাহাদাত হোসেন বলেন, প্রতিদিন পথচারীরা ঝুঁকিতে থাকছেন। আজকের এই মৃত্যু আবারও আমাদের কাঁপিয়ে দিল। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ চাই।

সরকারি বিএম কলেজের অর্থনীতি বিভাগের কামরুল ইসলাম বলেন, ‘আমাদের ক্যাম্পাস ও রাস্তাকে নিরাপদ করতে নিয়মিত মনিটরিং এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়তে হবে।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা অটোটি জব্দ করেছি এবং চালককে গ্রেফতার করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আহ্বান জানাই এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের কাজ চালিয়ে যাচ্ছি।’

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবি, নিরাপদ সড়কের স্বার্থে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ