এ সময় আট হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি পরিবহনের দায়ে নিউ রহমানিয়া ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ অধিদফতরের কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব।
পরিবেশ অধিদফতর থেকে জানানো হয়, জব্দ করা পলিথিনগুলো ব্যবহার অনুপোযোগী করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রয় করে সরকারি কোষাগারে অর্থগুলো জমা করা হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম, পরিবেশ অধিদফতরের পরিদর্শক জোবায়ের হোসেন, সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদসহ পুলিশের একটি টিম।