মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি-এসপি ও ইউএনও কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পুলিশের ১৪ কর্মকর্তা বরখাস্ত মাদারীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ পরিবারগুলোর মাঝে সঞ্চয়পত্র বিতরন শেরপুরে ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন , সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে শিক্ষক-অভিভাবক সমাবেশ রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কানাইপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কুটি মিয়া বিপুল অস্ত্র ও মাদকসহ আটক ফরিদপুরে পদ্মায় ধরা পড়ল ৪২ কেজি ওজনের বাগাড়, বিক্রি হলো ৬২ হাজার টাকায়

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোহাম্মদ ইমদাদুল হক মিলন

ঢাকা থেকে

নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় মহাসমাবেশ। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন বলেন, সাংবাদিকরা সংবিধানের চতুর্থ স্তম্ভ, সাংবাদিক দেরকে রাষ্ট্রের  বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মোঃ কাদের গনি চৌধুরী তাঁর বক্তব্যে তিনি বলেন, হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে।

 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, ২১ দফা দাবী বর্তমান সরকার পূরন করতে পারে এবং এ লক্ষণ নিয়ে কাজ করতে হবে। সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, সাংবাদিকদের আত্মসমালোচনা শিখতে হবে।

 

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজে এর সহকারী মহাসচিব বাসির জামাল, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা শাজাহান মোল্লা, আলমগীর গণি, আবুল বাসার মজুমদার, সহ সভাপতি ও মহাসমাবেশ বাস্তবায়নের আহবায়ক খায়রুল বাশার, আতিকুর রহমান আজাদ, হাসান সরদার জুয়েল, জামাল হোসেন, এমআর প্রিন্স, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, সহকারী মহাসচিব সাজেদুর রহমান সাজু সহ দেশের বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রস্তাবিত ২১ দফা দাবি বাস্তবায়ন আজ সময়ের দাবি। সমাবেশে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বক্তারা জানান, সাংবাদিকরা সংবিধানের চতুর্থ স্তম্ভ, সাংবাদিক দেরকে রাষ্ট্রের বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। সাংবাদিকদের আত্মসমালোচনা শিখতে হবে। বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষায় মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক পেশকৃত ২১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং একাত্বতা ঘোষণা করে এই দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মহাসমাবেশে সাংবাদিকরা একমত হন যে, যদি দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। পরিশেষে বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সাংবাদিকদের শ্রেষ্ঠ সংগঠন পুরস্কার  প্রদান ও ১৫ জন সাংবাদিককে  মরহুম আলতাফ হোসেন পদক প্রদান করা হয়।

 

 

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ