মঙ্গলবার ৩০ সেপ্টেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০৮:২০ পি.এম

সাপের কামরে ওঝার মৃত্যু সাপের কামরে ওঝার মৃত্যু

১৩ সেপ্টেম্বর শনিবার শেরপুরে  সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর গ্রামে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার বিকেল ৩ টা দিকে জামাল মিয়া পাশের ৪নং চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন।

 

এ সময় সাপটি তার আঙুলে কামড় দেয়। তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি। প্রায় দেড় ঘণ্টা পর তার শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

স্বজনদের অভিযোগ, হাসপাতালে এন্টিভেনম না থাকায় বাইরে থেকে এনে প্রয়োগ করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ময়মনসিংহে নেওয়ার পথে নকলা এলাকায় তার মৃত্যু হয়।

 

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া জানান, “হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রয়েছে। ওঝা জামালের চিকিৎসার ক্ষেত্রে আসলে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


 


এই সম্পর্কিত আরও খবর