অনামিকা সুলতানা , বগুড়া প্রতিনিধি ১৩ অক্টোবার ২০২৫ ১১:০২ এ.এম
কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত
বগুড়ার নামাজগড় আঞ্জুমান–ই–গোরস্থানে রয়েছে একটি সুরক্ষিত ও আলোচিত কবর। কথিত আছে, এই কবরে শুয়ে আছেন এক ভাগ্যবতী নারী — রূপজান বিবি। তাঁর কবর ঘিরে এখনো ছড়িয়ে আছে ভালোবাসা, বেদনা আর রহস্যের গল্প।
ব্রিটিশ আমলে বগুড়া রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন এক ইংরেজ স্টেশন মাস্টার, টেনর সাহেব। কর্মসূত্রে বগুড়ায় থাকার সময় তিনি মুগ্ধ হন রূপজান বিবির সৌন্দর্যে। ধীরে ধীরে সেই মুগ্ধতা রূপ নেয় ভালোবাসায়। একসময় মুসলিম নারী রূপজান বিবি বিয়ে করেন খ্রিস্টান টেনর সাহেবকে— যা তৎকালীন সমাজে ছিল অভাবনীয় ঘটনা।
তবে রূপজান বিবির সম্ভ্রান্ত মুসলিম পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। তবুও ভালোবাসার জোরে তাঁদের সংসার বেশ সুখেই চলছিল। কিছুদিন পর রূপজান বিবি সন্তানসম্ভবা হন। কিন্তু প্রসবজনিত জটিলতায় তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক বড় হাসপাতালে, যেখানে ১৯১৫ সালের ১০ মার্চ, মাত্র ২৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
রূপজান বিবির মরদেহ যখন বগুড়ায় আনা হয়, তখনও তাঁর পরিবার তা গ্রহণ করতে অস্বীকার করে। প্রিয়তমার এই পরিণতিতে শোকে ভেঙে পড়েন টেনর সাহেব। তিনি রূপজান বিবির কবর বানান নিজের জীবনের সব সঞ্চয়— সোনা, দানা, হিরা, জহরত দিয়ে। সেই সঙ্গে কবরটি ইট–সুরকি দিয়ে ঢালাই করে দেন, যাতে কেউ কখনো তা ক্ষতি করতে না পারে।
রূপজান বিবির কবরের সামনে রেখে যান একটি ইংরেজি শিলালিপি, যার অনুবাদ—
> “এখানে শুয়ে আছেন রূপজান বিবি,
যিনি ১৯১৫ সালের ১০ মার্চ, কলকাতার এক হাসপাতালে,
২৮ বছর বয়সে যন্ত্রণাদায়ক রোগে মৃত্যুবরণ করেন।”
রূপজান বিবির কবর আজও বগুড়ার ইতিহাসে এক নিদর্শন হয়ে আছে—
একটি নিষিদ্ধ প্রেম, এক অবিচল ভালোবাসা, আর এক অনন্ত স্মৃতির প্রতীক হিসেবে।
প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসে এই কবর দেখতে, জানতে চায় রূপজান বিবি ও টেনর সাহেবের সেই অনন্য ভালোবাসার গল্প।
পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত
রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন
একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!
প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার অদম্য তরুণী হয়ে ওঠার গল্প
পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি
শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু
জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়