শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১২ সেপ্টেম্বার ২০২৫ ১১:৪৮ পি.এম
করল ১৫ বছরের সম্পর্ক
বরগুনার পাথরঘাটায় মুড়ি মাখা খাওয়ার দাওয়াত না পেয়ে ব্যবসায়ী আমিনুল ইসলাম রনি ও তার দীর্ঘদিনের বন্ধুদের মধ্যে ১৫ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। এ ঘটনায় বন্ধুদের মধ্যে তুলকালাম সৃষ্টি হয় এবং লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার নীলিমা পয়েন্টে মুড়ি-চানাচুর খেতে যায় কয়েকজন বন্ধু ও বড় ভাই। সেখানে মুড়ি মাখা খেতে রনিকে দাওয়াত না দেওয়ায় ক্ষুব্ধ হয় সে। পরে শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে তার দোকানে যায় তারা। এসময় রনির দোকানে গেলে তাদের সাথে কদাচরণ ও গালমন্দ হয়। একপর্যায়ে বন্ধুরা লিখিতভাবে ঘোষণা দেয় এবং অঙ্গীকার করে রনির সাথে আজীবনের জন্য সর্ম্পক ছিন্ন করে।
এ বিষয় বন্ধু জাকির হোসেন নাইম বলেন, ছোট একটা বিষয় নিয়ে বন্ধুত্বের ভিতর ভাংগন দেখা দিয়েছে। নিলিমা পয়েন্টে কয়েকজনের সমন্বয়ে একটি মুড়ি চানাচুরের আয়োজন করা হয়। তখন আমিনুল ইসলাম রনিকে দাওয়াত দেয়া হয়েছিলো ফোনের মাধ্যমে। কিন্তু তাকে আমাদের সাথে না নিয়ে যাওয়ায় আমাদের সাথে কুরুচিপূর্ণ আচরণ ও বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিতে চায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আরো আলোচনা সমালোচনা হওয়ায় লিখিত চুক্তির মাধ্যমে সকল ধরনের সম্পর্কের ইতি টানা হয়।
এ ঘটনা নিয়ে আমিনুল ইসলাম রনি কাছে বিষয় জানতে চাইলে, তিনি কোনো সৎ উত্তর দিতে পারেনি এবং তখন সাংবাদিকদের সাথে কথা বলবেনা বলে দোকান থেকে বের হয়ে যায়।
প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার অদম্য তরুণী হয়ে ওঠার গল্প
পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি
শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু
জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়