অনামিকা সুলতানা , বগুড়া প্রতিনিধি ১৫ সেপ্টেম্বার ২০২৫ ১২:২২ এ.এম
বগুড়ার ধুনট উপজেলায় ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম উপজেলার আড়কাটিয়া গ্রামের মহব্বত সরকারের মেয়ে এবং আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে মরিয়ম গাছের নিচে যায়। সেখানে থাকা ভিমরুলের বাসা থেকে অসংখ্য ভিমরুল তাকে আক্রমণ করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মরিয়মের মৃত্যু হয়।