মাদারীপুরের কালকিনিতে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন।
বুধবার (২৩ জুলাই) দুপুরে কালকিনি উপজেলার সিডিখান, লক্ষ্মীপুর ও বাশগাড়ী ৩টি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
কালকিনি উপজেলা প্রশাসন,র্যাব-০৮ পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কালকিনি উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন। তিনি জানান,”নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনটি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
পরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তিনটি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখবেন উপজেলা প্রশাসন।