২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ দু’জনের নামে অভিযোগপত্র, চার্জশিট,দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন । অপরজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান। রবিবার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মোঃ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, দুদকের করা মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে।
যথাযথ প্রমাণ থাকায় এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। অতিদ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।
অভিযোগপত্রের সূত্রে জানা যায়, আসামি মন্নুজান সুফিয়ান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দেন।
চার্জশিটে মন্নুজান সুফিয়ান ও মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।
গত ৫ ফেব্রুয়ারি শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতির অভিযোগে মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দু’টি মামলা করে দুদক। একটি মামলায় শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও অপর মামলায় উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুলাহ আল সাকিব মুবাররাতকে আসামি করা হয়।
একই ভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক থেকে উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপারিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুলাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দেওয়া হয়।
মামলা হলেও এই মামলায় এখনো চার্জশিট দেয়নি দুদক।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর সাবেক এই প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তাঁর ভাই শাহাবুদ্দিন আহমেদ, ভাইয়ের মেয়ে শামীমা সুলতানা ও আত্মীয় এ এম ইয়াছিনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়।