২০ জুলাই রবিবার জামালপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
১৯ জুলাই শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোহেব্বুল্লাহ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জামালপুর মেডিকেল কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে হ্যাপি(২৮)কে আটক করা হয়। আটক হ্যাপি(২৮) শহরের লাঙ্গলজোড়া এলাকার মৃত সাদেক আলীর মেয়ে।
জামালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোহেব্বুল্লাহ জানান,আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়৷ এসময় তার কাছে ২৮ পিস ইয়াবা পাওয়া যায়।
আটক সেই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মোঃ আতিক জানান, ২৮ পিস ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে।