২১ জুলাই সোমবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জুয়ার আসর থেকে যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।
রোববার দিবাগত রাত আড়াইটায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটি পাড়া এলাকা থেকে জুয়াড়ীরা গ্রেপ্তার হয়। জামালপুর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি-২) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই রাতে জুয়ার আসরে অভিযান চালানো হয়।
অভিযানে আসর থেকে দেওয়ানগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন সহ ৭ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ।অন্যান্যরা আব্দুল মাজেদ (৫০), কুদ্দুস মিয়া (৫৮), বিল্লাল হোসেন (৩৫), আজিজুর রহমান (৫৫), সুমন মিয়া (৪৫), চাঁন মিয়া (৬০)।গ্রেপ্তারের পর দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।