২৪ শে জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার বন্ধুদের নিয়ে একজন অসহায়, অসুস্থ ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া।
বুধবার ২৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বিকেলে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উদ্যোগে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের কলম খান কান্দি এলাকার বাসিন্দা ৭৬ বছর বয়সী শারীরিক অসুস্থ আব্দুল রাজ্জাক খানকে এ হুইলচেয়ার দেওয়া হয়।
জানা গেছে, আব্দুল রাজ্জাক খান দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ থাকায় চলাচল করতে পারেন না।
স্থানীয়ভাবে পরিচিত ক্লিন ইমেজের অধিকারী মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সহযোগিতা করে আসছেন।
এ ধারাবাহিকতায় তিনি বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার মাধ্যমে আব্দুল রাজ্জাক খানকে একটি হুইলচেয়ার ও নগদ অর্থ উপহার দেন। তিনি উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ইতিমধ্যে সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
হুইলচেয়ার পেয়ে খুশি শারীরিক অসুস্থ রাজ্জাক খান ও তার পরিবার।
৭৬ বছর বয়সী শারীরিক অসুস্থ আব্দুল রাজ্জাক খান বলেন, এই হুইলচেয়ার পেয়ে আমি খুবই খুশি। আমি অসুস্থতার কারণে হাঁটা-চলা করতে পারি না। আমার একটা চেয়ার খুব প্রয়োজন ছিল। আমি খুবই কষ্টে জীবনযাপন করি।
এখন আমি হুইলচেয়ারে চলাফেরা করতে পারব। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার ওপর রহমত নাজিল করেন।
আইনজীবী মো. রোকন উদ্দিন মিয়া বলেন, বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই যে তারা প্রান্তিক পর্যায়ে গিয়ে মানুষের কল্যাণে কাজ করে।
যাকে হুইলচেয়ার দেওয়া হয়েছে তিনি খুবই দরিদ্র ও অসহায়। তাকে প্রান্তিক পর্যায় থেকে খুঁজে বের করা বসুন্ধরা শুভসংঘের একটি মহৎ উদ্যোগ।
আল্লাহর কাছে দোয়া করি, তিনি আপনাদের এই উদ্যোগকে আরো প্রসারিত করে দিক । মানবতার কল্যাণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি।
আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাব। শুভসংঘের এমন সেবামূলক কাজে সর্বদা আমার সহযোগিতা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উপদেষ্টা আবুল খায়ের খান সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, কার্যকরী সদস্য সোহেল মিয়া, রফিকুল ইসলামসহ স্থানীয়রা।