জামালপুরের ইসলামপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এসএসসি ও এইচএসসি ২০২২-২৩ শিক্ষা বর্ষে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে জেলা শিক্ষা অফিসার শামছুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার এস.এম মোজাম্মেল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা।
একাডেমি সুপারভাইজার মামুনুর রশিদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, শিক্ষার্থী , মনিরুল ইসলামসহ আরো অনেকে।
আলোচনা শেষে এসএসসি ও এইচএসসি পরিক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ২৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।