২৪ জুলাই বৃহস্পতিবার শেরপুর জেলায় নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দ গ্রামে বজ্রপাতে মো. সুজন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। সে মোজাকান্দা এলাকার ফয়জল মিয়ার ২ ছেলে । সে পেশায় কাঠ ফার্নিচার শ্রমিক ছিলেন।
এ খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ও তাঁর পরিষদের অন্যান্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, সুজন মিয়া বৃহস্পতিবার সকালে পলাশকান্দি কাজী বাড়ীর পিছনে নিজেদের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যায়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে চাষ দেওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয় বাসিন্দা শামীম মিয়া জানান, সুজন মিয়া নকলা বাজারের হামিদ ফার্নিচার দোকানে চাকরি করতো। তবে বোরো ও আমন মৌসুমে নিজেদের জমিতে নিজেরাই চাষাবাদ করতেন। সুজন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক ছিলো। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মানবেতর জীবন যাপনের সম্ভাবনা স্পষ্ট হলো। চরম হুমকির সম্মুখিন হলো পরিবারটি।
পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাপ্যতার ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবারটির জন্য দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা প্রাপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।