বরগুনা জেলা শহরে ১লা জুলাই সন্ধ্যায় ৪টি খাবার হোটেল এন্ড রেস্টুরেন্টে এবং বিসিকের একটি বেকারীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষে যৌথ বাহিনী সহ মোবাইল কোর্ট চালানো হয়।
বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জেলা খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, নৌবাহিনীর সাব লেঃ শাকিল, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইকরাম হোসেন সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় নিরাপদ খাদ্য আইনের ২০১৩ সালের ৩৯ ধারায় মাছ বাজার এলাকার দুটি হোটেলকে এক লক্ষ টাকা জরিমানা এবং শহরের ২টি খাবার হোটেল ও বিসিক এলাকার ১টি বেকারীকে খাবারে ভেজাল দেয়ায় নিরাপদ খাদ্য আইনের ২০১৩ সালের ৩৩ ধারা অনুযায়ী নিয়মিত মামলা দিয়ে ৩ কর্মচারীকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।