রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা! মাদারীপুরে সাংবাদিক মোঃ মোহাম্মদ এমদাদুল হক এর পিতার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব খন্দকার মাশুকুর রহমান মাশুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ পরিদর্শন জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মুত্যু রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত জামালপুরে ঈদ ই মিলাদুননবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মাদারিপুরে অবৈধ বালু ব্যবসার বাধা দেয়ায় এনসিপি নেতা ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে মারধর

আশিকুজ্জামান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

২৪ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ রোড মঙ্গলবার মাদারিপুরে অবৈধ বালু ব্যবসায় বাধা দেয়ায় জাতীয় নাগরিক পার্টির “এনসিপি-এক নেতা ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে”মারধর করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা এলাকা এ ঘটনা ঘটে।
আহত মহসিন ফকির (৩৪) এনসিপির মাদারিপুর জেলা সমন্বয়কারী কমিটির সদস্য ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী জান্নাতুল জারা নিপা (২৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে অবৈধভাবে বালু ব্যবসার জন্য পাইপের লাইন টানেন রাজৈরের হোসেনপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুল শেখ। এতে বাধা দেন এনসিপির নেতা মহসিন ফকির।
এ সময় দুজনের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে মহসিনকে বাড়ি থেকে পাশের রাস্তায় ডেকে নিয়ে যায় এনামুল শেখ। একপর্যায়ে এনামুল ও তার লোকজন মহসিনের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
মহসিনের ডাকচিৎকারে স্ত্রী ছুটে আসলে তাকেও ব্যাপক মারধর করে হামলাকারীরা। পরে এনামুল ও তার লোকজন চলে গেলে আহত অবস্থায় এনসিপি নেতা ও তার স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে রাজৈর থানা পুলিশ।
এই ঘটনার বিচার দাবি করেছেন আহত মহসিন ফকির ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী জান্নাতুল জারা নিপা। তারা জানান, অবৈধভাবে ডেজার ব্যবসা পরিচালনার কারনে জনসাধারনের ক্ষতি হয়। বিষয়টির প্রতিবাদ করার কারনেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত এনামুল শেখ বলেন, ‘আমি একটি পুকুর ভরাট করার জন্য ড্রেজারের পাইপের লাইন দিচ্ছিলাম।
এমন সময় পাইপ ভেঙ্গে ফেলে মহসিন। আমি শুধু কারণ জানতে চেয়েছি। পরে একটু হাতাহাতির ঘটনা ঘটলেও কোন মারামারি হয়নি।
মাদারিপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান মুঠোফোনে জানান, ‘মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ