সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত হয়েছে শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন শেরপুরে বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের জেলা সংযুক্তির উদ্বোধন মেলান্দহ বিদ্যুৎস্পষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মুত্যু উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও কৃষকদের বাজার সম্প্রসারণ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে একজন মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু ১০০০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নরসিংদীতে নতুন পুলিশ সুপার যোগদানের পরে সকল পুলিশ অফিসার গন আন্তরিক হয়ে কাজ করার সফলতা!

শেরপুরে বডার্র গার্ড ও পুলিশ অভিযানে ৬ জন আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৪ মে শেরপুর জেলায়  নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করেছে।  ১৪ মে  বুধবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নালিতাবাড়ী  উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

সুত্র জানায়, নালিতাবাড়ী  উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় ময়মনসিংহের ৩৯ বিজিবির বারোমারী বিওপির টহলরত সদস্যরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কোদালকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে আয়তুল্লাহ (৪৫), একই এলাকার কালু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩১) ও আব্দুল বাশির মিয়ার ছেলে শাহাবুল মিয়া (২১)।

একই দিন উপজেলার ডালুকোনা এলাকায় ৩৯ বিজিবির চৌকিদারটিলা বিওপির টহলরত সদস্যরা পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ২৪০ টি ভারতীয় শাড়ী, ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় ও পাচার কাজে ব্যবহৃত ১টি কাভার্টভ্যান জব্দ করেছে বিজিবি। পরে বুধবার সকালে আটক আসামি ও জব্দকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এদিকে, একই দিন নালিতাবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার বরুয়াজানি এলাকার কাকরকান্দি-বাঘাইতলা পাকা সড়ক থেকে ৮ বস্তা ভারতীয় জিরাসহ পাশ্ববর্তী হালুয়াঘাট উপজেলার গিলাবহ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহেল রানাকে (২২) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায় জব্দকৃত জিরার আনুমানিক মুল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।এছাড়া একই দিন পুলিশ আরেকটি অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- তারাগঞ্জ পৌরশহরের উত্তর বাজার এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে মুক্তাদির মবিন (২৪) ও রাণীগাঁও (পশ্চিম গড়কান্দা) এলাকার বাসিন্দা আনোয়ারুল মঞ্জিলের ছেলে আল রিসান (২৩)।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নালিতাবাড়ী থানায় ভিন্ন ভিন্ন ঘটনায় আটক ৬ ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ