শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিয়াল্লিশ কোটি টাকার মূল্যবান সাপের বিষ উদ্ধার করেছে ডিবি পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল গরুও মদ আটক মাদারীপুরের জেলা বিএনপির সদস্য সচিব এর ভাগিনা রফিক মাতুব্বর আওয়ামীলীগ পুনর্বাসন ও যোগসাজশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি অনেক অভিযোগ রয়েছে বরগুনায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত! ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার ! সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু* পিয়ে হত্যা! বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের পরিদর্শনে ও তাদের জন্য কিছু আহার সামগ্রী নিয়ে জান জনাব তারেক রহমানসহ অন্য অভিযুক্তরা চুড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন।

শতাধিক দেশের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, নেপথ্যে কী?

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক

গত মাসে চীনের ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে বড় চ্যালেঞ্জ জানিয়েছে। তাই দেশটি নড়েচড়ে বসেছে। আগামী দিনগুলোতে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে, সে বিষয়েও রয়েছে শঙ্কা। তাই করণীয় খুঁজতে প্যারিসে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের শীর্ষ ১০০ নেতা।

সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন। এখানে আলোচনা হবে দ্রুতগতিতে এগিয়ে চলা প্রযুক্তি শিল্পে আধিপত্য বিস্তারের লড়াইয়ে কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে।

 

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিংও রয়েছেন অতিথিদের মধ্যে। সম্মেলনে উপস্থিত থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ মনে করেন, ফ্রান্স এবং ইউরোপকে এই সুযোগটি কাজে লাগাতে হবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ‘আরও ভালোভাবে বাঁচতে, আরও ভালোভাবে শিখতে, আরও ভালোভাবে কাজ করতে, আরও ভালোভাবে যত্ন নিতে সক্ষম করবে’।

 

 

 

ফরাসি প্রেসিডেন্ট রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ফ্রান্স টু কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এমন একটি প্রযুক্তি এবং বৈজ্ঞানিক বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি যা আমরা এর আগে বিরল।’

 

সফরের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, ‘এআই শীর্ষ সম্মেলনে যাওয়ার মূল কারণ হল যেসব বিশ্ব নেতা সেখানে থাকবেন, তাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথোপকথন করা। আমি মনে করি, এআই শীর্ষ সম্মেলনে উপস্থিত কিছু নেতা স্পষ্টতই রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে, সেখানে আমাদের কূটনৈতিকভাবে সাহায্য করতে অনেক কিছু করতে পারেন। সে কারণে আমরা ফ্রান্সে সেই বৈঠকগুলোতে মনোনিবেশ করবো।’

 

 

২০২২ সালে চ্যাটজিপিটি ভাইরাল হওয়ার পর এআই নিয়ন্ত্রণ থেকে মনোযোগ সরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ঝুঁকি নিয়ে বিশ্বশক্তিগুলো বেশি আলোচনা শুরু করেছে। তবে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে, সে বিষয়েও শঙ্কা থাকছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ