পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানায়।
প্রাদেশিক সরকারের এমআই-১৭ হেলিকপ্টারটি বাজাউর এলাকায় ত্রাণ সরবরাহের পথে খারাপ আবহাওয়ার কারণে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় বিধ্বস্ত হয়। মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর জানান, হেলিকপ্টারটি পেশোয়ার থেকে যাত্রা শুরুর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় দেশব্যাপী ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে খাইবার পাখতুনখোয়াতেই ১৫০ জন। গিলগিট-বালতিস্তানে পাঁচজন এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে নয়জনের মৃত্যু হয়েছে। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
প্রাদেশিক উদ্ধার ইউনিটের মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানান, খাইবার পাখতুনখোয়ায় ভারী বৃষ্টিপাত ও মেঘ ভাঙনের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, ভেসে গেছে বহু বাড়িঘর। বাজাউরের সালারজাই এলাকায় পরিস্থিতি সবচেয়ে গুরুতর। গিলগিট-বালতিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় ভূমিধস এবং বন্যার কারণে অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এনডিএমএ ১০ সেপ্টেম্বর পর্যন্ত আরও এক দফা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাত প্রায়শই ধ্বংসযজ্ঞ চালালেও সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে এর তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।