পাকিস্তানের পূর্বাঞ্চলে আন্তঃসীমান্ত তিনটি নদীতে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত সীমান্ত এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলা জানা যায়।
জানা গেছে, ভারত ইতোমধ্যে উপচে পড়া বাঁধ এবং স্রোতস্বিনী নদী থেকে নিচু সীমান্ত অঞ্চলে পানি ছাড়তে শুরু করেছে। এর ফলে পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে, চেনাব, রাভি এবং শতদ্রু নদীর কাছাকাছি মানুষ এবং গবাদি পশুদের সরিয়ে নিতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
দুর্যোগ কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ এরইমধ্যে অন্যত্র চলে গেছে।
এ ক্যাটাগরির আরো নিউজ...